الرزاق
كلمة (الرزاق) في اللغة صيغة مبالغة من الرزق على وزن (فعّال)، تدل...
ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আমার সাহাবীদের মধ্য থেকে কেউ যেন আমার কাছে অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। কেননা, আমি পছন্দ করি যে, আমি তোমাদের কাছে আসব এমতাবস্থায় যে আমার অন্তর পরিষ্কার।”
এ হাদীসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদেরকে একে অন্যের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে নিষেধ করেছেন, অভিযুক্ত ব্যক্তির সম্পর্কে যেসব কথা শুনলে তাঁর অন্তরে নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং একজন মুসলিমের কাছে প্রত্যাশা হলো, সে তার কোন মুসলিম ভাইয়ের দোষ-ত্রুটি দেখলে তা গোপন করবে, তার ভুল-ত্রুটি মার্জনা করবে এবং অন্যের কাছে তা প্রকাশ করবে না। আর এরূপ না করলে ইসলামী সমাজে পরস্পরের অন্তরে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ ছড়িয়ে পড়বে। আর একাজ আল্লাহ তা‘আলাকে ক্রোধান্বিত করে এবং তিনি এ ধরণের কাজ পছন্দ করেন না।