المؤمن
كلمة (المؤمن) في اللغة اسم فاعل من الفعل (آمَنَ) الذي بمعنى...
আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু‘ সনদে বর্ণিত, দুনিয়া উপভোগ্য সম্পদ এবং দুনিয়ার উত্তম সম্পদ পুণ্যবতী নারী।
দুনিয়া ও এর মধ্যকার যা কিছু আছে তা সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য ভোগ্য বিষয়। অতঃপর তা বিলুপ্ত হয়ে যাবে। তবে ক্ষণস্থায়ী এ দুনিয়ার সম্পদের মধ্যে উত্তম সম্পদ পুণ্যবতী নারী যে আখিরাতের কাজে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের নারী সম্পর্কে বলেছেন, স্বামী তার দিকে তাকালে (তার হাস্যাজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা) তাকে আনন্দিত করে, তাকে কোনো নির্দেশ দিলে সে তা পালন করে এবং স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পদের হিফাযত করে।