السيد
كلمة (السيد) في اللغة صيغة مبالغة من السيادة أو السُّؤْدَد،...
আবূ মূসা আব্দুল্লাহ বিন কায়স আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, “নিশ্চয় আল্লাহ তাআলা তার হাত রাতে প্রসারিত করেন যেন দিনের অপরাধীরা তাওবা করে এবং দিনে তার হাত প্রসারিত করেন যেন রাতের অপরাধীরা তাওবা করে, যে পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উঠবে।”
“আল্লাহ তাআলা তাওবা কবুল করেন, যদিও দেরি হয়, যখন কোনো মানুষ দিনে পাপ করে, আল্লাহ তার তাওবা কবুল করেন যদিও সে রাতে তাওবা করে। অনুরূপভাবে মানুষ যখন রাতে পাপ করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন যদিও সে দিনের বেলায় তাওবা করে। যে পর্যন্ত না পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, আর সেটা হচ্ছে কিয়ামতের বড় আলামত।”