আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “কোন যুবক যখন কোন বৃদ্ধকে সম্মান করবে, আল্লাহ তা‘আলা তার বৃদ্ধ বয়সে একজনকে তৈরি করে দেবেন যে তার সম্মান করবে।”
شرح الحديث :
এ হাদীসটি একটি গুরুত্বপূর্ণ হাদীস যাতে ছোটদের ওপর বড়দের সম্মান করাকে ওয়াজিব করা হয়েছে। এ ধরনের একটি সামাজিক গুরুত্বপূর্ণ ও মহান চরিত্রের প্রতি উৎসাহ প্রদানের হাদীস অনেক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের এ বিষয়ে তারবীয়ত দান করেন। ফলে তাদের মন ও মগজে তা গেঁথে গিয়েছিল। হাদীসটি অত্যন্ত পান্ডিত্য ও সাবলীলতার সাথে তুলে ধরা হয়েছে। আর তা হলো সংক্ষেপের পদ্ধতি যা একজন শ্রোতাকে অনুভূতি যোগায় যে, একজন বয়স্ক মানুষকে সম্মান করা নিজেকেই সম্মান করা। একজন যুবকের পক্ষ থেকে একজন বয়স্ক মানুষকে এ ধরণের সম্মান সে যখন বৃদ্ধ হবে তখন তার সম্মান লাভের ভরসা। হাদীসটিতে যুবকের জন্য সু-সংবাদ যে, আল্লাহ তাকে তার কর্মের বিনিময় দান করবেন। তার বয়স যখন বার্ধক্যে পৌছবে তখন তার জন্য এমন লোকদের মিলিয়ে দেবেন যারা তাকে সম্মান করবে।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية