النصير
كلمة (النصير) في اللغة (فعيل) بمعنى (فاعل) أي الناصر، ومعناه العون...
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যার ভিতরে (অন্তরে) কুরআনের কিছু নেই তা বিরান ঘরের মতো।”
হাদীসের অর্থ: নিশ্চয় যার অন্তরে কুরআনের কিছু নেই তা শূন্য বিরান ঘরের মতো। তার কারণ এই যে, কুরআন যদি পেটে থাকে যেমন পূর্ণ হিফয করল অথবা আংশিক হিফয করল, তাহলে তার অন্তর কুরআনের উপস্থিতি মোতাবেক কম হোক আর বেশি হোক সুসজ্জিত আবাদ ভূমি হবে। আর যদি পেট কুরআন থেকে একেবারেই খালি হয়, যেমন তার কোনো অংশই হিফয করেনি, তাহলে তার অন্তরটি সুসজ্জিত ও সুশোভিতকারী আসবাবপত্র শূন্য বিরান বাড়ির মতো। অর্থাৎ কুরআন মানুষের অন্তর আবাদ করে এবং মহাপরাক্রমশালী কিতাবের আলোতে অন্তরকে আলোকিত করে। হাদীসটি দ‘ঈফ, এর দ্বারা দলিল পেশ করা যাবে না। দেখুন, দলিলুল ফালিহীন (৬/১৭০); শারহু রিয়াদিস সালিহীন (৪/৬৫৬); বাহজাতুন নাযিরীন (২/২৩০)।