উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লামের নিকট কিছু সংখ্যক বন্দী এল। তিনি দেখলেন যে, বন্দীদের মধ্যে একজন মহিলা খোঁজাখুঁজি করছে। হঠাৎ সে বন্দীদের মধ্যে একটি শিশুকে পেলো, আর তাকে ঝাপটে ধরে পেটের সাথে মিলিয়ে নিল ও তাকে দুধ পান করাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বললেন, “তোমরা কি মনে কর যে, এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলতে পারে?” আমরা বললাম, ‘না, আল্লাহর কসম!’ তিনি বললেন, “এই মহিলাটি তার সন্তানের ওপর যতটা দয়ালু, আল্লাহ তার বান্দাদের ওপর তার চেয়ে অধিক দয়ালু।”
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট কতক বন্দী নিয়ে আসা হলো। দেখা গেল বন্দীদের মধ্যে একজন মহিলা খোঁজাখুঁজি করছে। সে বন্দীদের মধ্যে একটি বাচ্চা দেখতে পেয়ে তার প্রতি দয়া করে তাকে বুকে-পেটে লাগিয়ে জড়িয়ে ধরল এবং তাকে দুধ পান করাল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে জানিয়ে দেন যে, আল্লাহর রহমত মায়ের রহমত থেকেও অনেক বিশাল।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية