البارئ
(البارئ): اسمٌ من أسماء الله الحسنى، يدل على صفة (البَرْءِ)، وهو...
ঈসা ইবন ইয়াযদাদ তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ পেশাব করার পর যেন তার লজ্জাস্থান তিনবার ঝাড়ে।
এ হাদীসটি প্রমাণ করে যে, কোন ব্যক্তি যখন পেশাব করে অর্থাৎ পেশাব শেষ করে তখন তার ওপর তিনবার লজ্জাস্থান ঝাড়া ছাড়া কোনো কাজ নেই। অর্থাৎ শক্তভাবে তা টানবে। এভাবে ঝাড়া বা এ ধরনের আরো কোন উপায়ে পবিত্রতা অর্জন করা মুস্তাহাব। যদি কোন ব্যক্তি এ কর্মটি না করে এবং পেশাব বন্ধ হওয়ার পর সে পবিত্রতা অর্জন করে এবং তারপর সে ওযূ করে তার ওযূ হয়ে যাবে। হাদীসটি দূর্বল। এ ধরনের আমল প্রচলন করা যাবে না। বরং বিভিন্ন মাযহাবের কোন কোন আলেম বলেছেন, এটি বিদআত।