الحي
كلمة (الحَيِّ) في اللغة صفةٌ مشبَّهة للموصوف بالحياة، وهي ضد...
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত: এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহ যা চেয়েছেন ও আপনি যা চাইলেন। তখন তিনি বললেন, তুমি কি আমাকে আল্লাহর জন্য শরীক নির্ধারণ করলে? এককভাবে আল্লাহ যা চেয়েছেন।
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জানান যে, এক ব্যক্তি কোন একটি ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন হে আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি প্রত্যাখ্যান করলেন। আর তাকে জানালেন যে, মাখলুকের চাওয়াকে আল্লাহর চাওয়ার ওপর ওয়াও হরফ দ্বারা আতফ (সম্পৃক্ত) করা শির্ক। একজন মুসলিমের জন্য তা উচ্চারণ করা বৈধ নয়। তারপর তিনি তাকে সঠিক কথা বলতে দিক নির্দেশনা দেন। আর তা হলো চাওয়ার বিষয়ে আল্লাহকে একক জানা। তার চাওয়ার ওপর আর কারো চাওয়াকে কোন রকমেই আতফ করবে না।