المتكبر
كلمة (المتكبر) في اللغة اسم فاعل من الفعل (تكبَّرَ يتكبَّرُ) وهو...
উসমান ইবন আফ্ফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়।”
“তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই, যে নিজে কুরআন শিখে ও অপরকে শিক্ষা দেয়।” এ সম্বোধনটি উম্মাতের জন্য ব্যাপক। সুতরাং উত্তম ব্যক্তি হলো, যে ব্যক্তি এ দুটি গুন কুরআন শেখা এবং কুরআন শেখানো; অপর থেকে শেখা এবং অপরকে শেখানো উভয়টিকে একত্র করবে। কারণ, কুরআনের ইলম হলো সবচেয়ে সম্মানি ইলম। শেখা এবং শিখানো শব্দ এবং অর্থ উভয়টিকে সামিল করে। সুতরাং যে ব্যক্তি শুধু কুরআন হিফয করল তারপর মানুষকে তিলাওয়াত শেখাতে লাগল এবং তাদের হিফয করাতে লাগলো সেও শিক্ষা দেওয়ার মধ্যে সামিল থাকবে। আর দ্বিতীয় প্রকার হলো, অর্থ শিক্ষা দেওয়া। যেমন, তাফসীর শেখানো। কোন ব্যক্তি মানুষের মজলিসে বসে তাদের তাফসীর শেখায় যে, কিভাবে কুরআনের তাফসীর করতে হয়, এভাবে যখন কোন মানুষ কাউকে কীভাবে তাফসীর করতে হয় তা শেখায় এবং এ বিষয়ে নিয়ম কানুন তাকে জানিয়ে দিল, এটি অবশ্যই কুরআন শিক্ষা দেওয়ার সামিল হবে।