البحث

عبارات مقترحة:

البصير

(البصير): اسمٌ من أسماء الله الحسنى، يدل على إثباتِ صفة...

الحليم

كلمةُ (الحليم) في اللغة صفةٌ مشبَّهة على وزن (فعيل) بمعنى (فاعل)؛...

الرزاق

كلمة (الرزاق) في اللغة صيغة مبالغة من الرزق على وزن (فعّال)، تدل...

আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আ’স রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সে ব্যক্তি সফলকাম যে ইসলাম গ্রহণ করেছে এবং তাকে পরিমিত রুযী দেওয়া হয়েছে আর আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে তাকে তুষ্ট করেছেন।” আবূ মুহাম্মাদ ফাযালা ইবনে উবাইদ আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, “তার জন্য শুভ সংবাদ যাকে ইসলামের পথ দেখানো হয়েছে, পরিমিত জীবিকা দেওয়া হয়েছে এবং সে (যা পেয়েছে তাতে) পরিতুষ্ট আছে।”

شرح الحديث :

তূবা- এটি জান্নাতের একটি গাছ। আর এটি তার জন্যে সুসংবাদ যাকে ইসলামের তাওফীক দেওয়া হয়েছে এবং তার জীবন যাপন ছিল প্রয়োজন অনুযায়ী। যে রিযিক তাকে ব্যস্ত ও সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ করে না। নি‘আমতের পূর্ণতা হলো আল্লাহ তোমাকে এমন রিযিক প্রদান করবেন যা তোমার জন্য যথেষ্ট হবে এবং তোমাকে সীমালঙ্ঘনে প্রবৃত্ত হতে বিরত রাখবে।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية