আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো না, তার সাথে ঠাট্টা-বিদ্রূপ করো না যা থাকে কষ্ট দেয় এবং তাকে তুমি এমন কোনো প্রতিশ্রুতি দিবে না যা তুমি ভঙ্গ করবে।”
شرح الحديث :
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লৌকিকতা থেকে নিষেধ করছেন, যা মানুষ তার সাথী-সঙ্গীর সাথে করে থাকে, যেন তার সামনে তার কথার ত্রুটিগুলো প্রকাশ করে অথবা তার মতামতের দোষ প্রকাশ করে (তাকে অপমান করা যায়)। এটি একটি ঘৃণিত ও নিন্দনীয় চরিত্র। অনুরূপভাবে ঠাট্টা-বিদ্রূপে সীমা অতিক্রম করতে নিষেধ করেছেন, যা অন্তরকে কঠিন ও অপর জনের কষ্টের কারণ হয়। অনুরূপভাবে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করতে নিষেধ করেছেন। এটিও পরস্পরের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে। হয় তুমি প্রতিশ্রুতি দিবে না আর যদি প্রতিশ্রুতি দাও, তাহলে তুমি তোমার ওয়াদার পুরণ কর।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية