البحث

عبارات مقترحة:

الله

أسماء الله الحسنى وصفاته أصل الإيمان، وهي نوع من أنواع التوحيد...

الحفي

كلمةُ (الحَفِيِّ) في اللغة هي صفةٌ من الحفاوة، وهي الاهتمامُ...

اللطيف

كلمة (اللطيف) في اللغة صفة مشبهة مشتقة من اللُّطف، وهو الرفق،...

বারা ইবন আযিব রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুসলিমকে যখন কবরে প্রশ্ন করা হয়, তখন সে সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া (সত্য) কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। এ কথাই বলা হয়েছে আল্লাহ তা‘আলার এই বাণীতে: “যারা মুমিন তাদেরকে আল্লাহ সু-প্রতিষ্ঠিত বাণী দ্বারা ইহলৌকিক ও পরলৌকিক জীবনে প্রতিষ্ঠা দান করেন।” [সূরা ইবরাহীম, আয়াত: ২৭]

شرح الحديث :

কবরে একজন মুমিনকে জিজ্ঞেস করা হয়: আর তাকে জিজ্ঞেস করে দায়িত্বপ্রাপ্ত দু’জন ফিরিশতা। তারা হলেন মুনকার ও নকীর। তাদের দু’জনের নাম সুনানে তিরমিযীতে বর্ণিত আছে। তখন সে সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো সুদৃঢ় বাণী যার বিষয়ে আল্লাহ বলেন, “আল্লাহ অবিচল রাখেন ঈমানদারদেরকে সুদৃঢ় বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে।” [সূরা ইবরাহিম, আয়াত: ২৭]


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية