البحث

عبارات مقترحة:

الحكم

كلمة (الحَكَم) في اللغة صفة مشبهة على وزن (فَعَل) كـ (بَطَل) وهي من...

القريب

كلمة (قريب) في اللغة صفة مشبهة على وزن (فاعل) من القرب، وهو خلاف...

الظاهر

هو اسمُ فاعل من (الظهور)، وهو اسمٌ ذاتي من أسماء الربِّ تبارك...

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক মারফু হিসেবে বর্ণিত, “যে দিনেই বান্দারা যখন ভোর করে দু’জন ফিরিশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, ‘হে আল্লাহ! দাতাকে তার দানের বিনিময় দিন।’ আর অপরজন বলেন, ‘হে আল্লাহ! কৃপণকে ধ্বংস দিন।”

شرح الحديث :

মানুষের ওপর দিয়ে এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন দুইজন ফিরিশতা অবতীর্ণ হয় না। তাদের একজন বলে, হে আল্লাহ! যে ব্যক্তি তার সম্পদ থেকে কল্যাণমূলক কর্মে দান করে, যেমন, ইবাদাত, পরিবার-পরিজন ও মেহমানদারী ইত্যাদিতে, তাকে আপনি দুনিয়া ও আখিরাতে বিনিময় দান করুন। অপর ফিরিশতা বলেন, হে আল্লাহ! কৃপণ যে তার ওপর আল্লাহ যে সম্পদ ব্যয় করা ওয়াজিব করেছে তা থেকে বিরত থাকে আপনি তাকে ও তার সম্পদকে ধ্বংস করুন।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية