الرحيم
كلمة (الرحيم) في اللغة صيغة مبالغة من الرحمة على وزن (فعيل) وهي...
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, ‘আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্তঃপুরবাসিনী কুমারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। যখন তিনি কোন জিনিস অপছন্দ করতেন আমরা তাঁর চেহারায় তা বুঝতে পারতাম।’
অবিবাহিত মেয়ে যারা খুব লজ্জাবতী হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকেও বেশী লজ্জাশীল ছিলেন। কারণ, সে (নারী) এখনো বিবাহ করেনি এবং পুরুষের সাথে মিশেনি ফলে তাকে তুমি তার উড়নার মধ্যে লজ্জালী পাবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কুমানি মেয়ের চেয়ে বেশী লজ্জাশীল ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো অপছন্দনীয় বস্তু দেখতেন যা তার স্বভাব বিরোধি সেটা তার চেহারায় জানা যেত।