الله
أسماء الله الحسنى وصفاته أصل الإيمان، وهي نوع من أنواع التوحيد...
আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনতে পাও, তখন তোমরা তাই বল যা সে বলে।
যখন তোমরা সালাতের আযান শোন তখন তোমরা তার উত্তর দাও। যেমন সে যা বলে তোমরা একটি একটি বাক্য করে তাই বলবে। যখন মুয়াজ্জিন তাকবীর বলে তারপর তোমরা তাকবীর বল। আর যখন শাহাদাতাইন বলে তার শাহাদাতাইন বলার পর তোমরা শাহাদাতাইন বলবে। কারণ, তাতে মুয়াজ্জিন আযান দেওয়ার কারণে যে সাওয়াবের লাভ করবে তুমি আযান না দিতে পেরে সে ছুটে যাওয়া সাওয়াব হাসিল করবে। আল্লাহ তা‘আলা প্রসস্থ দাতা এবং দো‘আ কবুলকারী।