المجيب
كلمة (المجيب) في اللغة اسم فاعل من الفعل (أجاب يُجيب) وهو مأخوذ من...
ইমরান ইব্নু হুসাইন রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার অর্শরোগ ছিল। তাই আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে সলাত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেন “দাঁড়িয়ে সলাত আদায় কর, তা না পারলে বসে; যদি তাও না পার তাহলে কাত হয়ে”।
যে ব্যক্তির সাথে রোগ থাকে যেমন রক্তক্ষরণ অথবা দাঁড়ানোর সময় ব্যথা অনুভব হওয়ার ন্যায় অপারগতা থাকে তার সালাতের পদ্ধতি হাদীসটি বর্ণনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে, সালাতে দাঁড়ানোই হল মূল বিষয়, তবে সক্ষমতা না থাকাবস্থয় বসে সালাত আদায় করবে, যদি বসেও সালাত আদায়ে সক্ষম না হয় তার জন্যে অবকাশ আছে কাত-শুয়ে সালাত আদায় করা।