القدير
كلمة (القدير) في اللغة صيغة مبالغة من القدرة، أو من التقدير،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযূ ছাড়া ব্যক্তি যেন আযান না দেয়।
হাদীসটি স্পষ্ট করে যে, মুয়াজ্জিনের জন্য পবিত্র হওয়া শর্ত। তবে হাদীসটি দুর্বল। মুয়াজ্জিনের জন্য পবিত্র হওয়া শর্ত নয়। তবে নিঃসন্দেহে বলা যায় যে, উত্তম হলো পবিত্র হওয়া। কারণ, আযান আল্লাহর যিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপবিত্র অবস্থায় আল্লাহর যিকির করাকে আমি অপছন্দ করি। এটি বর্ণনা করেছেন আবূ দাঊদ ও আহমাদ।