القاهر
كلمة (القاهر) في اللغة اسم فاعل من القهر، ومعناه الإجبار،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যাহ্নে সূর্য্য না ডলা পর্যন্ত জুমু‘আর দিবস ছাড়া অন্য দিবসে সালাত আদায় করতে নিষেধ করেছেন।
হাদীসটির অর্থ, সূর্য ঢলার কিছু সময় পূর্বে নফল সালাত আদায় নিষিদ্ধ। অর্থাৎ: যোহরের আযানের কয়েক মিনিট পূর্বে নফল সালাত আদায় করা নিষিদ্ধ, তবে এ নিষেধাজ্ঞা থেকে জুমু‘আর দিনকে বাদ দেওয়া হয়েছে। হাদীসটি দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল হাদীসটির প্রয়োজনীয়তা দূর করে দেয়। কারণ, তারা জুমু‘আর দিন মধ্য দিবসে কোন প্রকার বাঁধা-বিপত্তি ছাড়া সালাত আদায় করতেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আয় তাড়াতাড়ি আসতে উৎসাহ প্রদান করেন। অতঃপর তিনি ইমাম আসার আগ পর্যন্ত সালাত আদায়ের প্রতি তারগীব দেন। ইমাম সাধারণত সূর্য্য ডলার পরেই বের হন। এতে স্বাভাবিকভাবে সালাতের কিছু অংশ নিষিদ্ধ ওয়াক্তের মধ্যে হয়ে থাকে। অতঃপর জুমু‘আর দিন সূর্য্য ঢলার সময়টি নির্ধারণ করা কঠিন ও কষ্টকর। কারণ, লোকেরা তখন মসজিদের ছাদের নিচে থাকে। ফলে তারা ঢলে যাওয়ার বিষয়টি অনুভব করতে পারেন না। আর মসজিদ থেকে বের হয়ে সূর্য্য ঢলার বিষয়টি জানতে ও মসজিদ থেকে বের হতে মানুষদের গর্দান টপকাতে যে কষ্ট হয় সে জতাীয় কষ্ট কখনো শরীয়ত মুসল্লীদের প্রদান করে না।