العليم
كلمة (عليم) في اللغة صيغة مبالغة من الفعل (عَلِمَ يَعلَمُ) والعلم...
সুরাকাহ ইবন জু‘শাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান যে, যখন আমাদের কেউ পায়খানায় প্রবেশ করে, সে যেন বাম পাশের ওপর ভর করে এবং ডান পাশকে খাড়া রাখে।
হাদীসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানার আদাবসমূহ থেকে একটি আদব শেখান। আর তা হলো, প্রয়োজন পুরণ করার সময় একজন মানুষ তার বাম পায়ের ওপর ভর করবে এবং বাম দিকে ঝুকবে এবং তার ডান পা খাড়া রাখবে। কিন্তু হাদীসটি মুনকার। তাই এ আদব অনুযায়ী আমল করা শরী‘আত সম্মত নয়।