البحث

عبارات مقترحة:

السميع

كلمة السميع في اللغة صيغة مبالغة على وزن (فعيل) بمعنى (فاعل) أي:...

القدير

كلمة (القدير) في اللغة صيغة مبالغة من القدرة، أو من التقدير،...

الحسيب

 (الحَسِيب) اسمٌ من أسماء الله الحسنى، يدل على أن اللهَ يكفي...

আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তায়াম্মুম (মাটিতে) দুইবার আঘাত করা: একবার আঘাত করা চেহারার জন্য আর অপর আঘাত করা কনুই পর্যন্ত দুই হাতের জন্য”।

شرح الحديث :

হাদীস শরীফটি তায়াম্মুমের পদ্ধতি বর্ণনা করে। আর তা হলো (মাটিতে) দুটি আঘাত করা। প্রথম আঘাত দ্বারা চেহারা মাসেহ করবে এবং দ্বিতীয় আঘাত দ্বারা দুই কনুই পর্যন্ত মাসেহ করবে। এ হাদীসটি দুর্বল। সহীহ হলো চেহারা এবং দুই হাতের কব্জির জন্য একবার মারাই যথেষ্ট। কারণ, আম্মার ইবন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর হাদীসে বর্ণিত: “তোমার জন্য যথেষ্ট ছিল তুমি তোমার দুই হাত দ্বারা এভাবে করবে”। মুত্তাফাকুন আলাইহি।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية