المقدم
كلمة (المقدِّم) في اللغة اسم فاعل من التقديم، وهو جعل الشيء...
‘আলী ইবন আবি তালিব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার বাহুর একটি হাড় ভেঙ্গে গেল। আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি আমাকে পট্টির উপর মাসাহ করতে নির্দেশ দেন।
হাদীসটি ওযুর সময় পট্টির বিধানের বিষয়ে ইসলাম যে সহজ উপায় বাতলে দিয়েছেন তা তুলে ধরছেন। অর্থাৎ যে অঙ্গের উপর পট্টি লাগানো হলো সে অঙ্গ ধুইতে সম্ভব না হলে সে কীভাবে ওযু করবে। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর মাসাহ করার নির্দেশ দেন আর তিনি জানিয়ে দেন যে, এটি তার ধোয়ার পরিবর্তে যথেষ্ট হবে।