আবূ বাশীর আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “কোনো এক সফরে তিনি রাসূলুল্লাহর সাথে ছিলেন। তিনি একজন বার্তাবাহককে পাঠালেন যে, কোনো উটের গলায় যেন দড়ির হার ঝুলানো না থাকে। যদি থাকে তা যেন কেটে ফেলা হয়।”
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সফরে একজন আহ্বানকারীকে পাঠালেন যাতে সে উটের গলায় ঝুলানো হার যা বদ-নজর বা মুসীবত দূর করার উদ্দেশ্যে লাগায় তা যেন দূরে করে। কারণ, এটি শির্ক যা পরিহার করা সকলের ওপর ওয়াজিব।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية