السميع
كلمة السميع في اللغة صيغة مبالغة على وزن (فعيل) بمعنى (فاعل) أي:...
আনাস ইবনে সীরীন হতে বর্ণিত, তিনি বলেন, “আমি অগ্নিপূজক সম্প্রদায়ের কিছু লোকের কাছে আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু ‘আনহু-এর সাথে উপস্থিত ছিলাম। এমন সময় রূপার পাত্রে ‘ফালূযাজ’ (নামক এক প্রকার মিষ্টান্ন) আনা হল। তিনি (আনাস ইবনে মালেক) তা খেলেন না। তাদেরকে বলা হল যে, ওটার পাত্র পাল্টে দাও। সুতরাং তা পাল্টে কাঠের পাত্রে রাখা হল এবং তা তাঁর নিকট হাজির করা হল। তখন তিনি তা খেলেন।”
আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু ‘আনহু-মজুসী সম্প্রদায়ের লোকদের নিকট ছিলেন। এমন সময় রূপার পাত্রে ‘ফালূযাজ’ নামক এক প্রকার মিষ্টান্ন তার জন্য আনা হল। তিনি (আনাস ইবনে মালেক) তা খেলেন না। সুতরাং তা পাল্টে কাঠের পাত্রে নিয়ে আসা হলো। তখন তিনি তা খেলেন।”