الباطن
هو اسمٌ من أسماء الله الحسنى، يدل على صفة (الباطنيَّةِ)؛ أي إنه...
উম্মু সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে কোনো মহিলা মারা গেল, এ অবস্থায় যে তার স্বামী তার ওপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে।”
যখন কোনো বিবাহিত নারীর স্বামী এ অবস্থায় মারা যায় যে, তার স্ত্রী তার অধিকার আদায় করার কারণে বা তার বাড়াবাড়িকে ক্ষমার দৃষ্টিতে দেখার কারণে, সে তার প্রতি সন্তুষ্ট ছিল, তাহলে এটা তার জান্নাতে প্রবেশের কারণ হবে। হাদীসটি দুর্বল। কিন্তু একই অর্থে অপর একটি বিশুদ্ধ হাদীস রয়েছে, তা হচ্ছে: “যখন নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, লজ্জাস্থান হিফাযত করে, স্বামীর আনুগত্য করে, সে জান্নাতের যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করবে।” এটি ইবন হিব্বান বর্ণনা করেছেন, হাদীসটি সহীহ।