الجواد
كلمة (الجواد) في اللغة صفة مشبهة على وزن (فَعال) وهو الكريم...
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মুমিন ব্যক্তি তার সদাচারের জন্য সাওম পালনকারী ও সালাত আদায়কারী ব্যক্তির সমান মর্যাদা লাভ করে থাকে ।”
সচ্চরিত্রের মর্যাদা : সচ্চরিত্র তার ধারককে আল্লাহর কাছে মর্যাদাবান করে এবং সে জান্নাতে সর্বদা সাওম পালনকারী ও রাতে সালাত আদায়কারী ব্যক্তির সমান মর্যাদায় উন্নীত করে। আর শেষোক্ত এ আমলদ্বয় খুবই মর্যাদাপূর্ণ ও ব্যক্তির জন্য কঠিন কাজ। অথচ সচ্চরিত্র অবলম্বন একটি সহজ বিষয়।