الغفار
كلمة (غفّار) في اللغة صيغة مبالغة من الفعل (غَفَرَ يغْفِرُ)،...
আবূ আলী তলক ইবনে আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে তার প্রয়োজনে আহবান করবে, তখন সে যেন (তৎক্ষণাৎ) তার নিকট যায়। যদিও সে উনানের কাছে (রুটি ইত্যাদি পাকানোর কাজে ব্যস্ত) থাকে।”
যখন কোন স্বামী তার স্ত্রীকে সহবাসের জন্য ডাকে, তখন তার ওপর ওয়াজিব হলো তার ডাকে সাড়া দেওয়া। যদিও সে এমন কাজে ব্যস্ত থাকে যে কাজ করার অন্য কেউ নেই, যেমন, সে রুটি বানাচ্ছে বা রান্না-বান্না করছে।