القاهر
كلمة (القاهر) في اللغة اسم فاعل من القهر، ومعناه الإجبار،...
নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “নিশ্চয় দো‘আই ইবাদত।” আনাস রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীস মরফূ‘ হিসেবে বর্ণিত, “দো‘আ ইবাদতের মগজ।”
দো‘আই ইবাদত। এটি প্রমাণ বহন করে যে, আল্লাহর কাছে দো‘আই মূল ইবাদত, যার মাধ্যমে সৃষ্টিকুল আল্লাহ তা‘আলার ইবাদত করে থাকে। কেননা মানুষ যখন আল্লাহ ছাড়া সবার থেকে নিরাশ হয়ে যায়, এবং আল্লাহর সামনে নিজের অক্ষমতা প্রকাশ করে, এবং একমাত্র আল্লাহকে ডাকে, তিনি ব্যতীত অন্য কিছুর দিকে তার অন্তর ধাবিত না হয়, তাহলে সে আল্লাহ তা‘আলার পরিপূর্ণতা এবং আল্লাহই একমাত্র দো‘আ কবুলকারী স্বীকার করে নিল এবং আরো স্কীকৃতি দিল যে, আল্লাহ তা‘আলা সর্ব বিষয়ে শ্রবণশীল, অতি নিকটে এবং সর্ব কিষয়ে ক্ষতাশীল। আর এটিই হচ্ছে ইবাদতের মূল ও একত্ববাদের সারনির্যাস। আর হাদীসের ভাষ্য, দো‘আ ইবাদতের মগজ: এর অর্থ হচ্ছে, নিশ্চয় ইবাদতের মূল ও তার আত্মা যা ছাড়া ইবাদত শুদ্ধ হয় না তা হচ্ছে দো‘আ; যেমনভাবে মানুষ মগজ ছাড়া দাঁড়াতে পারে না।