البحث

عبارات مقترحة:

الواحد

كلمة (الواحد) في اللغة لها معنيان، أحدهما: أول العدد، والثاني:...

الوهاب

كلمة (الوهاب) في اللغة صيغة مبالغة على وزن (فعّال) مشتق من الفعل...

الحفي

كلمةُ (الحَفِيِّ) في اللغة هي صفةٌ من الحفاوة، وهي الاهتمامُ...

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফু‘ সূত্রে বর্ণিত, অমঙ্গল হলো অসচ্চরিত্র।

شرح الحديث :

এ হাদীসটি যদিও দ‘ঈফ, তবে এর অর্থ সহীহ। দুশ্চরিত্রবান ব্যক্তি ও তার আশেপাশে থাকা পরিবার-পরিজন, ছেলেমেয়ে, প্রতিবেশী, বন্ধুবান্ধব, সহপাঠী সকলের জন্য অসচ্চরিত্র আযাবস্বরূপ। সুতরাং তার অসচ্চরিত্র হওয়া তার জন্য অমঙ্গলকর। কেননা এটি সকলের কাছে ঘৃণিত, অপছন্দনীয়, অনর্থক বোঝা ও গর্হিত। দুশ্চরিত্রবান নিজেই নিজের ক্ষতি করে আবার তার চারপাশে যারা আছে তাদেরও ক্ষতি করে।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية