المتكبر
كلمة (المتكبر) في اللغة اسم فاعل من الفعل (تكبَّرَ يتكبَّرُ) وهو...
জারীর বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ সনদে বর্ণিত: যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহও তার প্রতি দয়া করবেন না।
যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ তা‘আলাও তার প্রতি দয়া করবেন না। আর মানুষের দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আহলুর রহমত বা রহমতের অধিকারী; যেমন, মুমিন, আহলুয যিম্মা এবং অনুরূপ অন্যান্য। আর যুদ্ধরত কাফেরদের ওপর দয়া করা হবে না; বরং তাদেরকে হত্যা করা হবে। কেননা আল্লাহ তা‘আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবীদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, “তারা কাফেরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল” [সূরা আল-ফাতহ, আয়াত: ২৯]