আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মরফ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, আল্লাহ তার জন্য আপ্যায়ন সামগ্রী জান্নাতে প্রস্তুত করেন। সে যতবার সকাল অথবা সন্ধ্যায় গমনাগমন করে, (আল্লাহও তার জন্য ততবার আতিথেয়তার সামগ্রী প্রস্তুত করেন।”)
شرح الحديث :
যে ব্যক্তি সকাল অথবা সন্ধ্যায় মসজিদে গমন করে, চাই সালাতের জন্য অথবা ইলম শিক্ষার জন্য অথবা অন্য কোনো কল্যাণকর কাজের জন্য, সে যতবারই মসজিদে গমন করে আল্লাহ তা‘আলা তার আমলের প্রতিদান হিসেবে তার জন্য জান্নাতে আপ্যায়ন সামগ্রী প্রস্তুত করেন।
ترجمة هذا الحديث
متوفرة باللغات التالية