البحث

عبارات مقترحة:

المعطي

كلمة (المعطي) في اللغة اسم فاعل من الإعطاء، الذي ينوّل غيره...

المؤمن

كلمة (المؤمن) في اللغة اسم فاعل من الفعل (آمَنَ) الذي بمعنى...

الطيب

كلمة الطيب في اللغة صيغة مبالغة من الطيب الذي هو عكس الخبث، واسم...

জুনদুব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি ফজরের সালাত পড়ল সে আল্লাহর নিরাপত্তায় চলে আসবেগেলো। সুতরাং আল্লাহ তা‘আলাতাআলা যেন তার নিরাপত্তার ব্যাপারে তোমাদেরকে পাকড়াও না করেন। কেননা আল্লাহ তা‘আলাতাআলা যাকে তার নিরাপত্তার কারণে পাকড়াও করবেন তাকে ধরে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করবেন।”

شرح الحديث :

যে ব্যক্তি ফজরের সালাত পড়ল সে আল্লাহর চুক্তিতে চলে গেল। যেন সে আল্লাহর সাথে চুক্তি করল যে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং কাউকে কষ্ট দেওয়া তার জন্য বৈধ নয়। কারণ, কাউকে কষ্ট দেওয়া আল্লাহর ওপর সীমালঙ্ঘন করার সামিল এবং সেই নিরাপত্তা চুক্তি ভঙ্গ করা, যা তিনি ফজর সালাত আদায়কারীকে দিয়েছেন। আর যে আল্লাগর অঙ্গীকার ভঙ্গ করে এবং তার ওপর বাড়াবাড়ি করে সে নিজেকে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য পেশ করল। আল্লাহর নিরাপত্তা ও আশ্রয়প্রাপ্ত কাউকে কষ্ট দেয়া হলে অল্লাহ তার পক্ষ হতে প্রতিশোধ নেন।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية