الله
أسماء الله الحسنى وصفاته أصل الإيمان، وهي نوع من أنواع التوحيد...
আবূ যার আল-গিফারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করো না। যদিও সেটি তোমার (মুসলিম) ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাত করা হয়।”
কারো সাথে সাক্ষাতের সময় হাঁসি মুখে সাক্ষাত করা মুস্তাহাবের পক্ষে হাদীসটি প্রমাণস্বরূপ। এটি এমন এক ভালো কাজ যে, একজন মুসলিমের জন্য উচিৎ হলো এ ব্যাপারে যত্মবান হওয়া এবং তাকে হেয় না জানা। কারণ, এতে রয়েছে মুসলিম ভাইয়ের প্রতি সহমর্মিতা এবং তাকে আনন্দ দেওয়া।