الغفار
كلمة (غفّار) في اللغة صيغة مبالغة من الفعل (غَفَرَ يغْفِرُ)،...
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আর গুনাহগারদে মধ্যে তাওবাকারীগণ উত্তম।”
মানুষ গুনাহ থেকে মুক্ত নয়। কারণ হলো, মানুষের ভেতর মানবিক দূর্বলতা সৃষ্টিগত এবং আল্লাহ মানুষকে যেসব কর্ম করতে ও যেসব কর্ম না করতে আহ্বান করেছেন তাতে তার ডাকে সাড়া না দেওয়া, তবে আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদের জন্য তাওবার দরজা খুলে দিয়েছেন। আর তিনি জানিয়ে দিয়েছেন যে, সবচেয়ে উত্তম গোনাহগার তারাই যারা বেশি বেশি তাওবা করেন।