البر
البِرُّ في اللغة معناه الإحسان، و(البَرُّ) صفةٌ منه، وهو اسمٌ من...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু‘আর দিন ফজরের সালাতে আলিফ লাম মীম তানযীলু সাজদাহ এবং সূরা আদ-দাহার পড়তেন।
রাসূলের অভ্যাস ছিল জুমু‘আর দিন ফজরের সালাতে প্রথম রাকা‘আতে ফাতিহার পর সূরায়ে সিজদাহ এবং দ্বিতীয় রাকা‘আতে ফাতিহার পর সূরা ইনসান পুরোপুরি পড়। এ দুটি সূরা এ দিনে সংঘটিত হয়েছে বা হবে এ ধরনের যে সব ঘটনা অর্ন্তভুক্ত করে তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যেমন আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, পুনরুথ্থানের আলোচনা, বান্দার হাসর, কিয়ামতের অবস্থা ইত্যাদি।