البحث

عبارات مقترحة:

الحافظ

الحفظُ في اللغة هو مراعاةُ الشيء، والاعتناءُ به، و(الحافظ) اسمٌ...

الوكيل

كلمة (الوكيل) في اللغة صفة مشبهة على وزن (فعيل) بمعنى (مفعول) أي:...

الأول

(الأوَّل) كلمةٌ تدل على الترتيب، وهو اسمٌ من أسماء الله الحسنى،...

আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “মন্ত্র, তাবীয, গিটযুক্ত মন্ত্রের সূতা হলো শির্কের অন্তর্ভুক্ত।”

شرح الحديث :

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, গায়রুল্লাহ থেকে ক্ষতিকে প্রতিহত ও উপকার লাভ করার উদ্দেশ্যে এ ধরনের বস্তু ব্যবহার করার মানে আল্লাহর সাথে শরীক করা। কারণ, ক্ষতিকে প্রতিহত করা এবং উপকার করার মালিক একমাত্র আল্লাহ তা‘আলা। এ হাদীসটি দ্বারা উদ্দেশ্য হলো এ ধরনের কর্মসমূহ থেকে নিষেধ করা। ‘রুকা-কে আযায়েম বা মন্ত্র বলা হয়। আর তামায়েম হচ্ছে ঐ সব তাবীয, কবয, কড়ি ও দানা যে গুলো মানুষ বদ-নযর ইত্যাদি থেকে হিফাযতের জন্য বাচ্চাদের গলায় ঝুলিয়ে থাকে। আর তিওয়ালাহ হলো, যা স্বামী ও স্ত্রী দু’জনের একজনকে অপর জনের প্রতি আসক্ত করার উদ্দেশ্যে লাগানো হয়। এগুলো আল্লাহর সাথে শির্ক।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية