الشافي
كلمة (الشافي) في اللغة اسم فاعل من الشفاء، وهو البرء من السقم،...
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তোমরা উটের মতো পান করো না; বরং দুই-তিনবারে (শ্বাস নিয়ে) পান কর। তোমরা যখন পান করবে আল্লাহ তাআলার নাম নিবে (বিসমিল্লাহ বলবে) এবং যখন পান শেষ করবে তখন আল্লাহ তাআলার প্রশংসা করবে (আলহামদুলিল্লাহ বলবে)।”
স্বাশ না নিয়ে তোমরা উটের মতো এক চুমুকে পান করো না। কেননা পান করার সময় উট মাঝে কোনো স্বাশ নেয় না। তোমরা পান করার সময় দুই বা তিনবার নিঃশ্বাস ফেলো এবং যখন পান কর তখন আল্লাহ তাআলার নাম নিবে (বিসমিল্লাহ বলবে) এবং যখন দুই নিঃশ্বাসে অথবা তিন নিঃশ্বাসে পান করা শেষ করবে তখন আল্লাহ তাআলার প্রশংসা করবে (আলহামদুলিল্লাহ বলবে)