القاهر
كلمة (القاهر) في اللغة اسم فاعل من القهر، ومعناه الإجبار،...
নিশ্চয় আল্লাহ তাআলা কতিপয় বিষয় ফরয করেছেন। তোমরা সেটাকে বিনষ্ট কর না, এবং কতক সীমা নির্ধারণ করে দিয়েছেন, তোমরা সেটা সঙ্ঘন কর না এবং কতক বস্তু হারাম করেছেন তোমরা সেটাতে লিপ্ত হয়ো না, এবং ভুলে ছাড়াই রহমত স্বরূপ কতক বিষয় থেকে চুপ থেকেছেন, তোমরা সেটা অনুসন্ধান কর না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বিধানগুলোকে ফরয, সীমা ও হারাম কয়েক ভাগে ভাগ করেছেন এবং বলেছেন তোমরা হারামের লিপ্ত হয়ো না, সীমা লঙ্ঘন কর না এবং ফরযগুলো বিনষ্ট কর না। তিনি এমন আরেক প্রকার বিধান উল্লেখ করেছেন, যার সম্পর্কে শরীয়ত নিশ্চুপ রয়েছে। যার সম্পর্কে শরীয়ত চুপ থেকেছে তার সম্পর্কে অহী নাযিল হওয়ার সময় জিজ্ঞেস করা যাবে না। তাহলে সেটা হারাম হয়ে যেতে পারে। তবে এখন শরীয়তের প্রত্যেক বিধানই প্রতিষ্ঠিত হয়ে গেছে।