التواب
التوبةُ هي الرجوع عن الذَّنب، و(التَّوَّاب) اسمٌ من أسماء الله...
আবু বাকরা নুফাই বিন হারিস আস সাকাফী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দু’জন মুসলিম যখন তাদের তলোয়ার নিয়ে মুখোমুখি হয়, তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি উভিই জাহান্নামী।” আমি বললাম, হে আল্লাহর রাসূল! হত্যাকারীর জন্য এই শাস্তি ঠিক আছে। কিন্তু নিহত ব্যক্তির দোষ কী? তিনি বললেন, “সেও তো তার ভাইকে হত্যা করতে আগ্রহী ছিল।”
দু’জন মুসলিম যখন তাদের তলোয়ার নিয়ে অগ্রসর হয়, দু’জনের প্রত্যেকেই তার ভাইকে হত্যা করতে আগ্রহী হয়, তখন হত্যাকারী হত্যা করার কারণে জাহান্নামী হবে এবং নিহত ব্যক্তিও জাহান্নামে যাবে, কারণ সেও তাকে হত্যা করতে চেয়েছিল। তাদের মধ্যকার যুদ্ধ ন্যায়ভাবে না হলে আল্লাহ তাদের ক্ষমা করেন না।যেমন আল্লাহ তাআলা বলেন, “অতঃপর যদি তাদের একদল অপর দলের উপর বাড়াবাড়ি করে, তাহলে যে দলটি বাড়াবাড়ি করবে, তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ কর, যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে।” [সূরা আল-হুজুরাত, আয়াত: ৯]