المحيط
كلمة (المحيط) في اللغة اسم فاعل من الفعل أحاطَ ومضارعه يُحيط،...
নু‘মান ইবন বশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, ‘উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু লোকেরা যে দুনিয়া লাভ করেছে সেটা উল্লেখ করলেন, তারপর বললেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সারা দিন ঝুঁকে থাকতেন, কিন্তু পেট ভরার জন্যে নিম্ন মানের খেজুরও পেতেন না।’
আল্লাহ তা‘আলা সাহাবীগণের জন্য বিভিন্ন দেশকে জয় করে দেওয়া এবং মালে গণীমত একত্র করার ফলে লোকেরা দুনিয়ার যেসব ধন-সম্পদ লাভ করেছে সে কথা উল্লেখ করে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, ‘আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ক্ষুধায় ঝুঁকে থাকতেন, কিন্তু নিম্নমানের খেজুর ছাড়া আর কিছুই পেতেন না, যা দিয়ে পেট ভরবেন।’