الحميد
(الحمد) في اللغة هو الثناء، والفرقُ بينه وبين (الشكر): أن (الحمد)...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে ব্যক্তি ঈমান ও নেকীর আশাসহ লাইলাতুল কদরে কিয়াম করবে, তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।”
হাদীসটি লাইলাতুল কদরের ফযীলত এবং এ ব্যাপারে উৎসাহ দেওয়ার জন্য এসেছে। সুতরাং যে ব্যক্তি লাইলাতুল কদরের প্রতি বিশ্বাস রেখে কিয়াম করে এবং এতে যত ফযীলত রয়েছে তা জেনে এর মাধ্যমে আল্লাহ তা‘আলার সাওয়াব কামনা করে, সে লোক দেখানো ও প্রসিদ্ধি চায় না এবং এমন কিছু চায় না যা ইখলাস ও সাওয়াব কামনার পরিপন্থী হয় তখন তার সকল সগীরা গোনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর কবীরা গোনাহ’র জন্য সত্য তাওবা জরুরী যদি তা আল্লাহ তা‘আলার হক সংক্রান্ত হয়। আর যদি তা মানুষের হকের সাথে জড়িত কোনো গোনাহ হয় তাহলে ওয়াজিব হলো আল্লাহর কাছে তাওবা করা এবং উক্ত হকের মালিকের কাছ থেকে নিজেকে মুক্ত করে নেওয়া।