الشاكر
كلمة (شاكر) في اللغة اسم فاعل من الشُّكر، وهو الثناء، ويأتي...
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য দাঁতন ও ওযূর পানি প্রস্তুত করে রাখতাম। অতঃপর আল্লাহর যখন রাতে তাঁকে জাগাবার ইচ্ছা হত, তখন তিনি জেগে উঠতেন। তারপর দাঁতন করতেন, ওযূ ক’রতেন ও সালাত আদায় করতেন।
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা সংবাদ দেন যে, তিনি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য দাঁতন ও ওযূর পানি প্রস্তুত করে রাখতেন। অতঃপর রাতের যে কোন অংশে আল্লাহ তাঁকে জাগাতো, তখন জেগে উঠে তিনি মিসওয়াক দ্বারা দাঁত মাঝা আরম্ভ করতেন, যাতে সাধারণত ঘুমের কারণে মুখে যে দুর্গন্ধ তৈরি হয় তা দূর হয়ে যায়। তারপর তিনি সালাতের জন্য যেভাবে ওযূ করতেন সেভাবে ওযূ করতেন এবং রাতের সালাত আদায় করতেন।’