المقتدر
كلمة (المقتدر) في اللغة اسم فاعل من الفعل اقْتَدَر ومضارعه...
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “মিসওয়াক করা মুখের পবিত্রতা ও রবের সন্তষ্টির কারণ।”
মিসওয়াক ময়লা, দুর্গন্ধ ও অন্যান্য ক্ষতিকর বস্তু থেকে মুখকে পরিস্কার রাখে। বস্তুত, মুখের বিকৃতিকে দূর করে যে কোনো বস্তু দ্বারা দাতন করলে মিসওয়াকের সুন্নত আদায় হবে। যেমন, যদি টুথ ব্রাস, পেষ্ট ও ময়লা দূরকারী অন্যান্য বস্তু দিয়ে দাঁত পরিষ্কার করে তবে তা আদায় হয়ে যাবে। ‘সেটা রবের সন্তুষ্টির কারণ’ অর্থাৎ, দাঁতন করা আল্লাহর সন্তুষ্টি লাভের কারণসমহের একটি কারণ। পণ্ডিতগণ মিসওয়াক করার অনেক উপকার উল্লেখ করেছেন। যেমন, মুখকে পবিত্র করে, দাঁতের গোড়া মজবুত করে, দৃষ্টি শক্তি বৃদ্ধি করে, কফ দূর করে, সুন্নাত পালন হয়, ফিরিশতারা খুশি হয়, আল্লাহকে সন্তুষ্ট করে, নেকী বৃদ্ধি করে ও পেট ঠিক রাখে।