البحث

عبارات مقترحة:

البارئ

(البارئ): اسمٌ من أسماء الله الحسنى، يدل على صفة (البَرْءِ)، وهو...

الصمد

كلمة (الصمد) في اللغة صفة من الفعل (صَمَدَ يصمُدُ) والمصدر منها:...

الحي

كلمة (الحَيِّ) في اللغة صفةٌ مشبَّهة للموصوف بالحياة، وهي ضد...

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে বৎস! যখন তুমি পরিবারের নিকট প্রবেশ করবে তখন সালাম দিবে; এতে তোমার এবং তোমার পরিবারের জন্য বরকত হবে।”

شرح الحديث :

হাদীসের অর্থ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহুকে অসিয়ত করেছেন যে, তিনি যখন তার পরিবারের কাছে প্রবেশ করবেন তখন যেনো সালাম দেন। তিনি এর কারণ ব্যাখ্যা করে বলেছেন যে, এতে তার ও তার পরিবারের জন্য রয়েছে বরকত। আর এর মাধ্যমে বাস্তবায়িত হবে আল্লাহর বাণী, “তোমরা যখন ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজদের ওপর সালাম করবে, আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদনস্বরূপ।” (সূরা আন-নূর, আয়াত: ৬১) অতএব, কেউ স্বীয় গৃহে প্রবেশ করলে সুন্নাত হচ্ছে গৃহে যারা আছেন তাদেরকে সালাম দেওয়া, হোক তারা গৃহের অধিবাসী বা তাদের সঙ্গী-সাথী বা অনুরূপ অন্য কোনো লোক।


ترجمة هذا الحديث متوفرة باللغات التالية