الفتاح
كلمة (الفتّاح) في اللغة صيغة مبالغة على وزن (فعّال) من الفعل...
আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত: “তোমাদের কারো যখন হাদাস হয়, আল্লাহ তার সালাত কবূল করবেন না, যতক্ষণ না সে উযূ করে”।
প্রজ্ঞাময় শরীয়ত প্রণেতা নির্দেশা দেন যে, যে ব্যক্তি সালাত আদায়ের ইচ্ছা করে সে যেন সুন্দর ও মনোরম আকৃতি ছাড়া সালাতে প্রবেশ না করে। কারণ, সালাত রব ও তার বান্দার মাঝে একটি মজবুত বন্ধন। এটি আল্লাহর সাথে কথোপকথনের একটি পদ্ধতি।র এ কারণেই তিনি তাকে সালাতের জন্য উযূ করা ও পবিত্রতা অবলম্বনের নির্দেশ দেন। আর তিনি জানিয়ে দেন যে, পবিত্রতা ছাড়া সালাত প্রত্যাখ্যাত ও কবুল হবে না।