الأكرم
اسمُ (الأكرم) على وزن (أفعل)، مِن الكَرَم، وهو اسمٌ من أسماء الله...
জাবের ইবন আব্দুল্লাহ থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত: “যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাত করে যে অবস্থায় সে তার সাথে কোন কিছুকে শরীক করে না সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাত করে যে অবস্থায় সে তার সাথে কোন কিছুকে শরীক করে, সে জাহান্নামে প্রবেশ করবে”।
এ হাদীসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সংবাদ দেন যে, যে ব্যক্তি এ অবস্থায় মারা যায় যে, সে আল্লাহর সাথে কাউকে শরীক করে না, না তার রুবূবিয়্যাতে না উলূহিয়্যাতে না নাম ও সিফাতসমূহে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করা অবস্থায় মারা যায়, তার পরিণতি হবে জাহান্নাম।