المليك
كلمة (المَليك) في اللغة صيغة مبالغة على وزن (فَعيل) بمعنى (فاعل)...
ইবনে মাসঊদ রাদিয়াল্লাহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “কিয়ামত যাদের জীবনকালে সংঘটিত হবে এবং যারা কবরকে মসজিদে রূপান্তরিত করে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক।”
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন যে, কিয়ামত যাদের জীবনকালে সংঘটিত হবে তারাই সবচেয়ে নিকৃষ্ট লোক। আর তারা ঐ সকল লোক যারা কবরের কাছে ও কবরমুখী হয়ে সালাত আদায় করে এবং কবরের উপর গম্বুজ তৈরি করে। এটি তাঁর উম্মতের জন্য সতর্কতা স্বরূপ। তারা যেন যে, নবী ও সৎকর্মশীলদের কবরের কাছে এসব নিকৃষ্ট লোকের মতো কাজ না করে।