القدير
كلمة (القدير) في اللغة صيغة مبالغة من القدرة، أو من التقدير،...
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত: “যে ব্যক্তি গাইরুল্লাহর নামে শপথ করল, সে যেন কুফুরী অথবা শির্ক করল।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসটিতে এমন একটি সংবাদ দেন যার অর্থ নিষিদ্ধ করণ: যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের নামে শপথ করল, সে যার দ্বারা শপথ করল তাকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করল এবং আল্লাহর সাথে কুফুরী করল। কারণ, কোনো কিছু দ্বারা শপথ করার দাবি হলো তাকে সম্মান করা। আর এ জাতীয় সম্মান একমাত্র আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর নাম বা তার কোনো গুণবাচক নাম ছাড়া আর কোনো কিছু দ্বারা শপথ করা যাবে না।