السبوح
كلمة (سُبُّوح) في اللغة صيغة مبالغة على وزن (فُعُّول) من التسبيح،...
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় মহান আল্লাহ ঈর্ষা করেন এবং আল্লাহর ঈর্ষা হচ্ছে যখন মানুষ আল্লাহ কর্তৃক হারামকৃত কোন কাজে লিপ্ত হয়ে পড়ে”।
এ হাদীসটি এ কথার বর্ণনা দেওয়ার জন্য বর্ণিত যে, নিশ্চয় মহান আল্লাহ তার নিষিদ্ধ বিষয়সমূহে ঈর্ষান্বিত হন এবং তার বিধান লঙ্ঘন করাকে অপছন্দ করেন। তার মধ্যে একটি ব্যবিচার করা। এটি একটি নিম্ন ও মন্দ পথ। এ কারণেই আল্লাহ তার বান্দাদের ওপর ব্যভিচার ও তার যাবতীয় উপকরণকে হারাম করেছেন। যখন কোন বান্দা ব্যভিচার করে তখন আল্লাহ তা‘আলা তার ওপর এত বেশি ইর্ষান্বিত হন অন্য কোন নিষিদ্ধ কর্মের প্রতি তা হন না। অনুরূপভাবে সমকাম। আর তা হলো পুরুষে পুরুষে যৌনাচার করা। এটি একটি মহা পাপ মহা পাপ। এ কারণেই একে আল্লাহ তা‘আলা যিনা থেকেও মারাত্মক ও জঘন্য অপরাধ সাব্যস্ত করেছেন। অনুরূপভাবে চুরি করা মদ পান করা ও অন্যান্য নিষিদ্ধ কাজের কারণে আল্লাহ আল্লাহ তা‘আলা ক্ষুব্ধ হন। তবে অন্যায় ও তার ওপর যে ক্ষতি হয় তার বিবেচনায় কোন কোন অপরাধে কোন কোন অপরাধ থেকে বেশি ক্ষুব্ধ হন।