الحكم
كلمة (الحَكَم) في اللغة صفة مشبهة على وزن (فَعَل) كـ (بَطَل) وهي من...
উম্মুদ দারদা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য তার অবর্তমানে দো‘আ করলে কবুল করা হয়। তার মাথার নিকট একজন ফিরিশতা নিয়োজিত থাকেন, যখনই সে তার ভাইয়ের জন্য নেক দো‘আ করে, তখনই নিয়োজিত ফিরিশতা বলেন, ‘আমীন এবং তোমার জন্যও অনুরূপ।
মুসলিমের দো‘আ তার অনুপস্থিত ভাইয়ের জন্য তার অজান্তে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ও মকবুল। যখন সে তার ভাইয়ের জন্য দো‘আ করে তখন একজন ফিরিশতা তার মাথার পাশে দাঁড়িয়ে আমীন বলে এবং বলে, তুমি তোমার ভাইয়ের জন্য যে কল্যাণের দো‘আ করছ তোমার জন্যও অনুরূপ কল্যাণ হোক।