الولي
كلمة (الولي) في اللغة صفة مشبهة على وزن (فعيل) من الفعل (وَلِيَ)،...
আবূ ইয়ালা শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ ও অকর্মন্য সেই ব্যক্তি যে তার নফসের দাবির অনুসরণ করে এবং আল্লাহর নিকট বৃথা আশা করে।
একজন জ্ঞানী মুসলিম সেই যে প্রথমে নিজেই তার নিজের হিসাব করে নেয় এবং মৃত্যুর পরের জন্য আমল করে। কারণ, সে এ দুনিয়াতে ক্ষণস্থায়ী। আসল পরিণতি হলো মৃত্যুর পর। আর অক্ষম দূর্বল হলো সে ব্যক্তি যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং দুনিয়াবী বিষয় ছাড়া গুরুত্ব দেয় না।